গোপালগঞ্জ জিরোপয়েন্ট থেকে প্রায় ২০ কিঃমিঃ উত্তর পশ্চিমে ৩নং সুকতাইল ইউনিয়ন অবস্থিত। পূর্বে চন্দ্রদিঘলীয়া ইউনিয়ন, পশ্চিমে জালালাবাদ, উত্তরে গোপীনাথপুর ইউনিয়ন এবং দক্ষিণে পাইকাকান্দি ও মধুমতি নদীর তীর ঘেষে সুকতাইল ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের আয়তন ৩,০০০ বর্গ কিঃমিঃ। বর্তমানে সুকতাইল মৌজার এসএ ৩৬৮২, ৩৬৮১ দাগে মোট ১৭ শতাংশ জমির উপর ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত রয়েছে। ভবনটি পরিত্যাক্ত বিধায় ইউনিয়ন পরিষদের কার্যাদী চেয়ারম্যান সাহেবের বাড়ীতে বসিয়া পরিচালিত হচ্ছে।
(১০) তালাঃ নারী- ৪৪২, পুরুষ- ৪৩৭ মোট- ৮৭৯ জন।
(১১) চরতালাঃ নারী- ২৯৬, পুরুষ- ৩২১,
মোট- ৬১৭ জন।
(১২) জগারচরঃ নারী- ২৭১, পুরুষ- ২৬৬,
মোট- ৫৩৭ জন।
(১৩) ময়নাপাড়াঃ নারী- ২১৭, পুরুষ- ২২৭,
মোট- ৪৪৪ জন।
সর্বমোটঃ নারী- ৬৮৩৩ জন, পুরুষ- ৬৭০৯ জন।
মোট- ১৩,৫৪২ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS